সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম । শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১৯৯৭ সালে চান্দপুর ডিগ্রি কলেজ টি প্রতিষ্ঠিত হয় । কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী নিরলসভাবে কাজ ও সহযোগিতা করে যাচ্ছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে কলেজ কর্তৃপক্ষ সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কার্যক্রম হাতে নিয়েছে। কলেজের সকল তথ্য ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও অভিবাবকদের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে কলেজের ওয়েব সাইট খোলার জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে স্বাগত জানাই এবং কলেজের সমৃদ্ধি কামনা করি।
চান্দপুর ডিগ্রী কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত এর সুনাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা এই ধারাবাহিকতাকে অক্ষুন্ন রাখতে চাই। বর্তমান সময় প্রযুক্তি নির্ভর। আমরাও এই প্রযুক্তিকে কাজে লাগাবো আমাদের শিক্ষঙ্গনে। সরকারের ঘোষিত ভিশন ২০২১ অর্জনের উদ্দেশ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে চলছে অত্র প্রতিষ্ঠান। সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রতিষ্ঠান গড়েতোলা আমাদের অঙ্গীকার। তাই ওয়েব সাইটের মাধ্যমে কলেজের সকল তথ্য ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা ও অভিবাবকদের কাছে পৌছে দেয়ার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। দিলরুবা সুলতানা,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত),চান্দপুর ডিগ্রি কলেজ,তারাকান্দা,ময়মনসিংহ।
1997 ইং সনের 1 জানুয়ারী চান্দপুর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৎকালিন জাতীয় সংসদ সদস্য মরহুম এম. শামসুল হক সহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল হাই সাহেব। উক্ত অনুষ্ঠানে সাবেক ইউ.পি চেয়ারম্যান এবং চান্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম শামছউদ্দিন সরকার সাহেব প্রস্তাব করেন যে আত্র এলাকায় তিনটি ইউনিয়নের (বিস্কা, কামারিয়া, ও রামপুর) মধ্যে কোন কলেজ না থাকায় উচ্চ শিক্ষা গ্রহনের সুবির্ধার্থে চান্দপুর এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বিস্তারিত